পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি ড্রেজার ও বাল্কহেড জব্দ করেছে লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের দাদাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাবেক চেয়ারম্যানের হাতির আক্রমণে মাহুত নিহত
গ্রেফতাররা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ১২ মাইল টিকটিকি পাড়া এলাকার মৃত আনজের আলীর ছেলে মো. শামসুল আলী (৪৬), একই এলাকার মো. আলমের ছেলে রাজীব প্রামাণিক (৩৫) ও বারেক সরদারের ছেলে আজিম সরদার (২৬)।
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমদাদুল হক বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পদ্মার তীর সংরক্ষণ বাঁধ ও ফসলি জমিতে ব্যাপক ভাঙনের দেখা দিয়েছে। এ ভাঙন রোধে অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জেএস/জেআইএম