দেশজুড়ে

কানে শুনতে না পাওয়াই কাল হলো রহিমার

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে রহিমা খাতুন (৩৮) নামে এক বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের নারুয়াহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। রহিমা খাতুন উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ী গ্রামের রফিক শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাকপ্রতিবন্ধী রহিমা কানে শুনতেন না। সকালে রেললাইন পার হওয়ার সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আরও পড়ুন: রেললাইনে খেলছিল শিশু, বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন চাচাও

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রহিমা বাকপ্রতিবন্ধী ও কানে শুনতেন না। তাই রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এন কে বি নয়ন/জেএস/জিকেএস