দেশজুড়ে

নওগাঁয় দুই বেকারিকে জরিমানা

নওগাঁয় মহান শান্তি বিস্কুট ও জিসান বিস্কুট নামে দুই বেকারির মালিককে আট হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

আরও পড়ুন: মূল্য তালিকা-ক্রয় রসিদ না রেখে জরিমানা গুনলেন ৩ ব্যবসায়ী

সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, প্রতিদিনই আমরা বিভিন্ন বাজার তদারকি ও বেকারিগুলোতে অভিযান চালাই। এরই ধারাবাহিকতায় দুপুরে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দুটি বেকারিতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও পণ্যের মোড়ক ব্যবহার না করার অপরাধে জিসান বিস্কুট বেকারির মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে মহান শান্তি বিস্কুট নামে এক বেকারির মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেএস/এমএস