আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার তাদের বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার কথা ঘোষণা করল।অস্ট্রেলিয়ার ব্রিসবেনের জাতীয় ক্রিকেট সেন্টার, লবরো বিশ্ববিদ্যালয় এবং চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর আইসিসি-র এটি চতুর্থ বোলিং অ্যাকশন পরীক্ষাকেন্দ্র। সম্প্রতি বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি আরও বেশি কড়া হয়েছে।পাকিস্তানের হাফিজ, সঈদ আজমলের মতো তারকা অফ-স্পিনারদের অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই নতুন কেন্দ্রটি গঠন করাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছেন আইসিসি কর্তারা।এখানে সবধরণের সুযোগ-সুবিধাই মজুত থাকবে। থ্রিডি ডেটা যুক্ত ১২ টি সুপার-স্পিড ক্যামেরাও থাকছে। থাকছে আরও বিভিন্ন উন্নতমানের সফটওয়্যার ও অন্যান্য সুযোগ-সুবিধা।