দেশজুড়ে

ডিসি-এসপির মধ্যস্থতায় রাজবাড়ী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক

রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় রাজবাড়ী-ঢাকা রুটের দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে কোনো ঘোষণা ছাড়াই ভোর থেকে বাস মালিক গ্রুপের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-ঢাকা রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

জানা গেছে, ঢাকার গাবতলী থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের বাস রাজবাড়ীর ওপর দিয়ে চলাচলে বাধা দেয় জেলা বাস মালিক সমিতি। এর জেরে গাবতলীতে রাজবাড়ীর কোনো বাস ঢুকতে দেয়নি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। তাই মঙ্গলবার ভোর থেকে রাজবাড়ীর কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেলে যায়নি। এসময় ঢাকামুখী যাত্রীরা অভ্যন্তরীণ রুটের লোকাল বাস বা বিকল্প উপায়ে ঢাকা যান। তবে রাজবাড়ী থেকে দেশের অন্য রুটে বাস চলাচল স্বাভাবিক ছিল।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন বলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের মধ্যস্থতায় রাত থেকেই ঢাকা রুটে রাজবাড়ীর বাস চলাচল করবে। এছাড়া আগামী শুক্রবার গাবতলীতে এ বিষয়ে বসা হবে।

জেলা প্রশাসক আবু কায়সার খানও রাজবাড়ী-ঢাকা রুটের বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন।

রুবেলুর রহমান/এমআরআর/এমএস