দেশজুড়ে

ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ইউপি সদস্য গ্রেফতার

বগুড়া সদর উপজেলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্নের ঘটনায় আলম শেখ (৫২) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী চাতালের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলম শেখ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও বানদিঘী ফকিরপাড়া গ্রামের মৃত লজি শেখের ছেলে।

গেলো সোমবার রাত ১১টার দিকে আশিক সরকার নামে এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা। ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে আশিকের ডান হাতের কবজি ও দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। আহত আশিক ওই গ্রামের তোজাম্মেল হক তোতার ছেলে।

ঘটনার পর আশিকের বড় ভাই লালন সরকার মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় ছয়জনের নামে মামলা করেছেন। গ্রেফতার ইউপি সদস্য আলম এ মামলার তিন নম্বর আসামি।

বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান জাগো নিউজকে বলেন, ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে এ ঘটনায় বিস্তারিত কিছু প্রকাশ করা হচ্ছে না। আহত আশিক এখন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন। বুধবার সকালে গ্রেফতার আলমকে আদালতে সোপর্দ করা হবে।

এসজে/এএসএম