চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. মহিউদ্দিন (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৭টায় নগরীর বিমানবন্দর সড়কে মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহিউদ্দিন ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঘটনাস্থল ঘুরে আসা উপ-পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিনের বরাত দিয়ে ওসি জানান ‘সকালে বিমানবন্দর সড়কের রুবি সিমেন্টের সামনে একটি টমটমকে সামনের দিক থেকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস। এ সময় টমটমে চালকের পাশে বসা পোশাক শ্রমিক মহিউদ্দিন চাপা পড়েন। স্থানীয়রা উদ্ধার করে নৌবাহিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’দুর্ঘটনা কবলিত টমটম উদ্ধার হলেও মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় তা আটক করা সম্ভব হয়নি। মহিউদ্দিন কর্ণফুলি থানার জোলদা গ্রামের নুর ইসলামের ছেলে। জীবন মুছা/জেএইচ/এমএস