দেশজুড়ে

গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয়

পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তিন দিনে প্রায় ৭৮ লাখ টাকার মাছ বাকিতে কেনেন নিলয় পারভেজ বাবলু নামে এক পাইকারি ব্যবসায়ী। গত রোববার (৩ সেপ্টেম্বর) পাওনাদারদের টাকা দেওয়ার কথা থাকলেও ওইদিনই গাঢাকা দেন তিনি। পরে বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার নিলয় সাতক্ষীরার কলারোয়া উপজেলার আফজাল হোসেনের ছেলে। তিন বছর ধরে তিনি মহিপুর মৎস্য বন্দরের বিভিন্ন আড়ত থেকে পাইকারি মাছ কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

আড়ত মালিক সূত্রে জানা যায়, শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় প্রায় ৮০ লাখ টাকার মাছ ১৬টি আড়ত থেকে বাকিতে কেনেন নিলয়। রোববার সন্ধ্যায় সবাইকে টাকা দেওয়ার কথা থাকলেও তিনি গাঢাকা দেন। পরে ওই রাতে প্যাদা ফিশের মালিক মিজান প্যাদা বাদী হয়ে মামলা করলে পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজা আহম্মেদ রাজু জাগো নিউজকে বলেন, আমাদের মৎস্য বন্দরে সব পাইকারি ব্যবসায়ীই বাকিতে মাছ কেনাবেচা করেন। ব্যাংক বন্ধ থাকায় তিনদিনে ৭৮ লাখ টাকার মাছ কিনে সে পালিয়ে যায়। পরে আমাদের কয়েকটি টিম তার গ্রামের বাড়ি সাতক্ষীরায় খোঁজ-খবর নিয়েও তাকে পাওয়া যায়নি। অবশেষে মহিপুর থানা পুলিশের সহায়তায় তাকে আটক সম্ভব হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান বলেন, গরিবের টাকা মেরে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলেন নিলয় পারভেজ। তিনি মাছগুলো ঢাকায় কারওয়ান বাজারে বিক্রি করে টাকা নিয়ে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু মহিপুর থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে ঢাকার ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারের সময় মাছ বিক্রির সাড়ে ১০ লাখ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বাকি টাকা তিনি কোথায় রেখেছেন তা প্রাথমিকভাবে স্বীকার করেছেন। উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/জেআইএম