দেশজুড়ে

নাটোরে ১৩২৫ লিটার চোলাই মদসহ ৯ কারবারি আটক

নাটোরের সিংড়ায় এক হাজার ৩২৫ লিটার চোলাই মদসহ ৯ জনকে আটক করেছে র‍্যাব। বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সিংড়া উপজেলার ধাপমানিক চাপড় গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন শ্যামল কুমার (৩২), নিতাই কুমার (৩৫), তাপস কুমার (৩০), রাজ কুমার (৫০), নিরেশ কুমার (৩০), ওদাস তীরকি (৩৬), জয়ন্ত নীরা (২০), চন্দন কুমার (২৩) এবং সঞ্জয় কুমার (২২)।

বুধবার দুপুরে র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, বুধবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার ধাপমানিক চাপড় এলাকায় র‍্যাবের একটি দল অভিযান চালায়। এসময় চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ৯ মাদক কারবারিকে আটক করা হয়। সেইসঙ্গে এক হাজার ৩২৫ লিটার চোরাই মদ জব্দ করা হয়।   

সিপিসি-২ নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

রেজাউল করিম রেজা/এমআরআর/জিকেএস