দেশজুড়ে

ফেনসিডিল বিক্রির সময় গ্রেফতার দুই ভাই

বগুড়ার শেরপুরে আমদানি নিষিদ্ধ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এই ঘটনায় বুধবার (০৬ সেপ্টেম্বর) শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রনবীরবালা গ্রামের জহুরুল ইসলাম মিলনের দুই ছেলে সোনাম হোসেন সাজু (৩০) ও শাজাহান আলী রাজু (৩৮)। এর মধ্যে সাজুর বিরুদ্ধে এক ডজন ও রাজুর বিরুদ্ধে ১০টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ জানায়, সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রণবীরবালা এলাকায় রকমারি মাদকদ্রব্য বিক্রি করছে, গোপনে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, গ্রেফতার ওই দুই ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পাশাপাশি তারা নিজেরাও মাদক সেবন করেন। বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বেশকয়েকটি মাদক মামলা রুজু আছে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আরও একটি মামলা দিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এফএ/জিকেএস