বিধ্বংসী অাস্ট্রেলিয়ান ওপেনার এখন ওয়ানডে এবং টি-২০ ফর্ম্যাটের পাশাপাশি টেস্ট ক্রিকেটেও সমানভাবে সফল। শুক্রবার অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে চলতি বছরে ১০০০ টেস্ট রানও সম্পূর্ণ হয়ে গেল তাঁর।বরুণ অ্যারনের বলে একবার বোল্ড হয়ে বেঁচে যাওয়া ছাড়া তাঁর ইনিংসটি যথেষ্ট মজবুতই দেখিয়েছে। এবছর ওয়ার্নারই হলেন প্রথম ওপেনার যিনি টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন। এর আগে ২০১২ সালে অ্যালিস্টার কুক এই নজির গড়েছিলেন।২০০৯ সালে সাইমন কাটিচের পর প্রথম কোনও অাস্ট্রেলিয়ান ওপেনার টেস্ট ক্রিকেটে এক বছরে ১০০০ রান করলেন। এবছর সঙ্গাকারা (১৪৮৬ রান), অ্যাঞ্জেলো ম্যাথিউজ (১২০১), মাহেলা জয়বর্ধনে (১০০৩) এবং ইউনিস খান (১২১৩) এর পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রান করলেন ওয়ার্নার।