দেশজুড়ে

কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

কু‌ড়িগ্রামের রাজারহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ম‌নিরুজ্জামান পাভেল (৩১) নামের এক যুব‌ক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও একজন। নিহত পাভেল উলিপুর পৌর শহরের সরদারপাড়ার মৃত শের আলীর ছে‌লে। এ ঘটনায় আহত হোছেন আলী (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপ‌জেলার ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল্লাহ হীল জামান।

পু‌লিশ ও নিহতের প‌রিবার সূত্রে জানা গেছে, পাভেলসহ দুই আরোহী একই মোটরসাইকেলে রাজারহাট হয়ে লালম‌নিরহাটের বড়বা‌ড়ি সে‌লিমনগর রোডে যা‌চ্ছিলেন। দ্রুতগ‌তির মোটরসাইকেল‌টি ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় পৌঁছ‌লে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তারা। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পাভেল মারা যান। নিহত পাভেল এক সন্তানের জনক বলে জানা গেছে।

রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হীল জামান বলেন, দুর্ঘটনা ক‌বলিত মোটরসাইকেল‌টি পু‌লিশি হেফাজতে রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এমআইএইচএস