দেশজুড়ে

প্রথম অভিযানে এক টন পলিথিন জব্দ করলেন হাতিয়ার ইউএনও

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রথম অভিযানে প্রায় এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী। এসময় পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরউদ্দি বাজারের ব্যবসায়ী নুকুল সাহার দোকানে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান ইউএনও। এসময় স্থানীয় কোস্টগার্ড সহযোগিতা করে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ৯৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য এক লাখ ৯২ হাজার টাকা। পরে জনসম্মুখে জব্দ পলিথিনগুলো জ্বালিয়ে ধ্বংস করা হয়। দণ্ডপ্রাপ্ত নুকুল সাহা তমরউদ্দি ইউনিয়নের আঠারোবেকি গ্রামের বলরাম সাহার ছেলে।

ইউএনও সুরাইয়া আক্তার লাকী জাগো নিউজকে বলেন, ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ পলিথিনের কুফল সম্পর্কে জানিয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। হাতিয়ায় যোগদানের পর এটি আমার প্রথম অভিযান। চরের অধিবাসীদের সচেতনতা বৃদ্ধি করতে সবার সহযোগিতা চাই।

এর আগে গত ২৬ আগস্ট হাতিয়া উপজেলার ৩৭তম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন সুরাইয়া আক্তার লাকী। প্রথমবারের মতো একজন নারী ইউএনও পায় এ দ্বীপ উপজেলা।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস