মো. রাশেদুল ইসলাম রাকিব
পরিবারে যাকে ছাড়া যায় না চলা,সে হলো আমার প্রিয় মা।ধন্য আমি ধন্য, মা তোমারই জন্যএই দুনিয়ায় এসেছি তোমারই জন্য।
যখন পরিবারে কারো হয় সর্দি-কাশি;তখন মা সব সময় থাকেন তার পাশাপাশি।খাওয়ার সময় যখন থাকে না ভাত,মা তখন কাটান কষ্টে সারারাত।
কোনো মায়ের সন্তান যদি হয় মাদকাসক্ত,তাহলে তার মাকে করে বিরক্ত।সে বোঝে না কভু মায়ের কদর,মা না থাকলে বুঝবে কত দামি মায়ের আদর।
এসইউ/এএসএম