নোয়াখালীর কবিরহাটে পোল্ট্রি খামারের আড়ালে মাদকের দোকান দিয়ে ব্যবসা করায় রাহাদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা ও চার বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে কবিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোষবাগ গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল পোল্ট্রি খামার থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাহাদুল ইসলাম কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জগদানন্দ গ্রামের মো. মামুনের ছেলে। তিনি ওই খামারে কর্মচারীর চাকরির আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) মো. আবদুল হামিদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে মাদকসহ খামার কর্মচারী রাহাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে কবিরহাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/এফএ/জিকেএস