দেশজুড়ে

ফলাফল জানতে নারী ভোটারদের অপেক্ষা

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল পেতে ক্ষেত্র বিশেষে দেড় বা দুই ঘণ্টা অপেক্ষা করতে হবে। অথচ দুপুর আড়াইটার পর থেকেই পছন্দের প্রার্থীর ফলাফল জানতে ভোটকেন্দ্রে অপেক্ষা করেছেন নারী ভোটাররা।মঙ্গলবার বিকেল তিনটায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার লতুব্দি ইউনিয়নের চর নিমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।দুপুরের পর কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। সেখানে কর্তব্যরত একজন পুলিশ কনস্টেবল বলেন, সকালে ভোটারদের অনেক চাপ ছিল। ভেবেছিলাম দুপুরের পর ভিড় হবে কিন্তু লোকজন আসছে না।এদিকে কেন্দ্রটির পাশে জনা ত্রিশেক নারী ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেলো,  সকালে ভোট প্রদান করলেও তাদের পছন্দের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাফেজ মো. ফজলুল হকের ফলাফল জানতে সব কিছু বাদ দিয়ে কেন্দ্রের পাশে অবস্থান নিয়েছেন তারা ।তবে নারী ভোটারদের মতো পুরুষ ভোটারদের এমন উপস্থিতি কেন্দ্রটির আশপাশে লক্ষ্য করা যায়নি।কেন্দ্র সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে খলিলুর রহমান, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে এস এম সোহরাব হোসেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এমএম/এসকেডি/এমএস