দেশজুড়ে

যৌন নিপীড়নের প্রতিবাদ করায় প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টা

ফেনীর সোনাগাজীতে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মোতাহের হোসেন রাফি (২৩) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যাচেষ্টা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাদাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত মোতাহের হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় রাফির বাবা বাদী হয়ে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সোনাগাজী মডেল থানায় মামলা করেছেন।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্র জানায়, স্কুল ছুটির পর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি ফিরছিল মতিগঞ্জ রিয়াজ উদ্দিন মুন্সির হাট কারামতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ১০-১২ জন কিশোর গ্যাংয়ের সদস্য ছাত্রীদের পিছু নিয়ে উত্ত্যক্ত করতে থাকে। সুলাখালী গ্রামের সোনা মিয়া হাজী বাড়ির মসজিদের সামনে গেলে বখাটেরা এক ছাত্রীর হিজাব টানাহেঁচড়া করে যৌন নিপীড়ন চালায়। তার চিৎকারে প্রবাসফেরত চাচাতো ভাই রাফি এগিয়ে এলে বখাটেদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

এসময় বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। সন্ধ্যায় রাফি ও তার আরেক আত্মীয় মোটরসাইকেলযোগে পারিবারিক কাজে ফেনী শহরে যাচ্ছিলেন। মতিগঞ্জের ভাদাদিয়া গ্রামে গেলে ছোটন, মামুন, অপু ও জাবেদের নেতৃত্বে ৮-১০ জন বখাটে তাদের গতিরোধ করে রাফির ওপর অতর্কিত হামলা করে। তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। পরে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাফির বাবা আবুল মোবারক মিলন চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৪-৫ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/এএসএম