প্রায় ঘরে ঘরেই এখন ডেঙ্গু রোগী। এ সময় সুস্থ থাকতে তরল খাবারের বিকল্প নেই। এক্ষেত্রে তরল খাবারের চাহিদা মেটাতে খেতে পারেন চিকেন ভেজিটেবল স্যুপ।
ঘরেই খুব সহজে স্বাস্থ্যকর এই স্যুপ তৈরি করে খেতে পারেন। রইলো চিকেন ভেজিটেবল স্যুপ তৈরির রেসিপি-
আরও পড়ুন: চিকেন স্যুপের ঝটপট রেসিপি
উপকরণ
১. মুরগির মাংস ১/৩ কাপ২. ফুলকপি কাটা ১ কাপ৩. গাজর কিউব আধা কাপ৪. মটরশুঁটি আধা কাপ৫. কর্নফ্লাওয়ার (পানিতে গোলানো) ২ টেবিল চামচ৬. কাঁচা মরিচ কুচি ২টি৭. টেস্টিং সল্ট ১ চা চামচ৮. লবণ ১ চা চামচ৯. চিনি আধা চা চামচ১০. পানি ১ লিটার১১. সয়া সস ১ টেবিল চামচ ও১২. ভিনেগার ১ টেবিল চামচ।
আরও পড়ুন: যেভাবে বানাবেন এগ ড্রপ চিকেন স্যুপ পদ্ধতি
মুরগির মাংস থেকে হাড় আলাদা করে মাংস ছোট কিউব করে কেটে নিন। ১ লিটার পানি দিয়ে হাড় সেদ্ধ করে আধা লিটার চিকেন স্টক তৈরি করুন।
চিকেন স্টকের সঙ্গে মুরগির মাংস, সয়া সস, ভিনেগার, টেস্টিং সল্ট, লবণ, চিনি ভালোভাবে মিশিয়ে মৃদু আঁচে স্যুপ রান্না করুন।
আরও পড়ুন: ঘরেই রাঁধুন রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ
স্যুপ নামানোর ২০-২৫ মিনিট আগে কাটা সবজি দিয়ে মৃদু আঁচে স্যুপ রান্না করুন। মাংস ও সবজি সেদ্ধ হলে কাঁচা মরিচ, টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার দিয়ে মৃদু আঁচে আরও কিছুক্ষণ রাখুন।
স্যুপ ঘন হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। স্বাস্থ্যকর এই স্যুপ নিয়মিত খেলে শরীর হাইড্রেট থাকবে আবার পুষ্টিও মিলবে।
জেএমএস/এএসএম