দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চার তলার বারান্দা থেকে পড়ে আমিনা খাতুন (৭৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর )সকাল ৮টায় হাসপাতালের অস্ত্রোপচার ও মহিলা মেডিসিন ওয়ার্ডের মাঝের ফাঁকা জায়গার নালার স্ল্যাবের ওপর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আমিনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর শালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী।
মৃতের বড় ছেলে আফতাব আলী (৫৬) জানান, অসুস্থতার কারণে তার মাকে ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওয়ার্ডে শয্যা না থাকায় তাকে মেডিসিন বিভাগের বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মায়ের সঙ্গে তিনি ও তার স্ত্রী ছিলেন।
শুক্রবার গভীর রাতে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। রাত ৩টায় বিছানায় মাকে দেখতে না পেয়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল ৮টার সময় হাসপাতালের নিচে নালার স্ল্যাবের ওপর তার মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন।
হাসপাতালের সহকারী পরিচালক সারোয়ার আলম বলেন, নিহত নারীর বয়স ৭৫ বছর। জ্বরসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। তিনি মানসিকভাবেও কিছুটা ভারসাম্যহীন ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় বিছানা ছেড়ে উঠেছেন। হয়তো বারান্দা থেকে নিচের দিকে ঝুঁকেছেন এবং পড়ে গেছেন। সকালে থানায় জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল করেছে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমদাদুল হক মিলন/এমআরআর/এমএস