নারায়ণগঞ্জ জেলার পৃথক দুটি স্থান থেকে ৫ জন পেশাধার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান । গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দাসিরদিয়া এলাকার আফাজউদ্দিনের ছেলে রুবেল, রূপগঞ্জ উপজেলার আটি পাড়া এলাকার সেন্টুর ছেলে মো. সবুজ, চাঁদপুর জেলার কচুয়া থানাধীন শাসনখোলা এলাকার ইদ্রিস আলীর ছেলে মনির, কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন হরিপুর এলাকার কেরামত আলরি ছেলে মো. আলম, কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন জাফরগঞ্জ এলাকার আব্দুর মান্নানের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে বদি আলম মুন্সি।সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমান জানান, রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখার জন্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা পুলিশ ঠিকমত নিজ দায়িত্ব পালন করছেন কিনা সেটা তদারকি করছিলেন। ওই সময় জেলার রূপগঞ্জ থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের বাংলা ক্যাড এলাকায় ৮-১০ জনের একটি ডাকাত দল গাড়ি থামিয়ে ডাকাতি করার চেষ্টা করছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রুবেল নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ডাকাত রুবেলকে নিয়ে নারায়নগঞ্জে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর ব্রিজের উপরে সিমেন্ট ফ্যাক্টরীর একটি কাভ্যার্ডভ্যান থামিয়ে ডাকাতি করার সময় মনির, মো. আলম, মো. সবুজ ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ-১৩-১৬৫৪) একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে থাকা অন্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টাও চলছে। অভিযান অব্যহত রয়েছে।শাহাদাত হোসেন/এফএ/এবিএস