কোচ পরিবর্তন হয়েছে। রবার্তো মানচিনির পরিবর্তে ইতালি ফুবলের দায়িত্বে এখন ন্যাপোলিকে সিরি-এ জেতানো কোচ লুসিয়ানো স্পালেত্তি। কিন্তু ইতালি ফুটবলের ভাগ্য পরিবর্তন হলো না। ঠিকই জয় বঞ্চিত থাকতে হলো তাদের। ইউরো বাছাই পর্বে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করতে হলো আজ্জুরিদের।
টানা দুটি বিশ্বকাপ খেলতে পারেনি। তবে সর্বশেষ ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। কিন্তু এবার পয়েন্ট টেবিলে যে অবস্থায় রয়েছে, তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে না আবার টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের আগেই ছিটকে পড়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা?
‘সি’ গ্রুপে ইতালি রয়েছে ইংল্যান্ডের সঙ্গে। ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ইংলিশরা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইউক্রেন। ইতালি রয়েছে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তাদের সুবিধা হলো, ম্যাচ খেলেছে কম। বাকি ম্যাচগুলো জিততে পারলে হয়তো একটা সম্ভাবনা থাকবে।
মূলত, ইতালির সর্বনাশ করেছে উত্তর মেসিডোনিয়ার অধিনায়ক এনিস বার্ধির অসাধারণ এক ফ্রি-কিক। ম্যাচের ৮১তম মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিলো ইতালি। ৪৭তম মিনিটে সিরো ইমোবিলের গোলে এগিয়ে যায় তারা। কিন্তু ৮১তম মিনিটে এসে দুর্দান্ত এক ফ্রি-কিকে ইতালির জালে বল জড়িয়ে দেয় মেসিডোনিয়া। তাদেই ম্যাচ শেষে হলো পয়েন্ট ভাগাভাগি।
ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলছিলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধারাবাহিকতায় গোল পেয়ে গেলেন সিরো ইমোবিলে। দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি। এর একটু পরই নিকোলাস বারেল্লার একটি দারুণ শট ফিরে আসে বারে লেগে।
৮১তম মিনিটে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান এনি বার্ধি বক্সের একটু বাইরে থেকে নেয়া ফ্রি-কিকটি ইতালির জালে জড়িয়ে দিয়ে।
ইতালির কোচ হিসেবে স্পালেত্তির এটা ছিল প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটা জয়ে রাঙাতে পারলেন না তিনি। তবে, ম্যাচ শেষে হতাশাও প্রকাশ করেননি। তিনি বলেন, ‘আমরা সামান্য সময়ের জন্য পিছিয়ে পড়েছিলাম এবং তাতেই গোল হজম করতে হলো। তবে, আমরা দারুণ খেলেছি।’
ইউক্রেনের সঙ্গে ড্র ইংল্যান্ডের
ইউরো বাছাইয়ে ‘সি’ গ্রুপেরই অন্য ম্যাচে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। ওয়ার্কলর তারজিকনস্কি স্টেডিয়ামে ম্যাচের ২৬তম মিনিটেই গোল করে এগিয়ে যায় ইউক্রেন। ওলেকজান্ডার জিনচেঙ্কো ২৬তম মিনিটে গোল করে এগিয়ে দেশকে। ৪১তম মিনিটে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান কাইল ওয়াকার।
দ্বিতীয়ার্ধে দুই দল আর কোনো গোলই করতে পারেনি। যার ফলে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দু’দল। ‘সি’গ্রুপে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউক্রেন।
আইএইচএস/