হবিগঞ্জ আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার তিনদিন পর রাজু মিয়া (২৪) নামে মাদক মামলার এক আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজু মাধবপুর উপজেলার শিবরামপুর গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। তিনি জাগো নিউজকে বলেন, শনিবার বিকেলে রাজুর বাড়িতে তল্লাশি চালিয়ে হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। এরপর প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন মাধ্যমে তথ্য নিয়ে তাকে কোম্পানীগঞ্জে বাংলাদেশ-ভারত সীমন্ত থেকে গ্রেফতার করা হয়।
রাজু একজন পেশাদার মাদক কারবারি। ৩১ আগস্ট ভোরে মাধবপুর থানার হরষপুর রেল স্টেশন বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ২৬৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের হাজত থেকে একদল পুলিশ তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের এজলাসে নিচ্ছিলেন। এ সময় কৌশলে হাতকড়াসহ পালিয়ে যান রাজু। মুহূর্তের মধ্যেই আদালতপাড়ায় হৈ হুল্লোড় শুরু হয়। এরপর পুলিশ আসামি ধরতে আশপাশে তল্লাশি শুরু করে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/এমএস