দেশজুড়ে

সুপারি গাছ কাটাই কাল হলো জাহাঙ্গীরের

শরীয়তপুরের গোসাইরহাটে সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম বন্দুকসি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরমনপুরা খুনের চর এলাকায় এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই এলাকার আব্দুল বন্দুকসির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম বন্দুকসি ফরিদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত সপ্তাহে ছুটিতে তিনি নিজ বাড়িতে ফিরেন। আজ সকালে জাহাঙ্গীর আলম তার ঘরের পাশে থাকা একটি সুপারি গাছ কাটেন। গাছটি একটি বৈদ্যুতিক তারে গিয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এসজে/জিকেএস