দেশজুড়ে

জামালপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

র‌্যাবের যৌথ অভিযানে জামালপুরের বকশীগঞ্জের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. জালাল উদ্দিনকে (৫২) ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া উপজেলার শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪ ও র‌্যাব-৪। জালাল উদ্দিন বকশীগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের মৃত ময়দান আলীর ছেলে।

রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান।

আরও পড়ুন: মামলার ১১ বছর পর যুবকের দশ বছর কারাদণ্ড

তিনি বলেন, ভুক্তভোগী বকশীগঞ্জের রামরামপুর গ্রামের দিনমজুরের মেয়ে ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ৬ সেপ্টেম্বর একই গ্রামের ফুফুর বাড়িতে যাওয়ার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশে জঙ্গলের ভেতরে যায়। এ সময় জালাল তাকে পেছন থেকে গামছা দিয়ে মুখ বেঁধে আমিনুল ইসলাম মণ্ডলের পরিত্যক্ত টিনের ঘরে নিয়ে ধর্ষণ করে। এসময় তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে জালাল দৌঁড়ে পালিয়ে যায়। পরে ওই শিশুর বাবা বকশীগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে ওই বৃদ্ধ পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১৪ ও র‌্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে আসামি মো. জালালকে গ্রেফতার করতে সক্ষম হয়। এরই মধ্যে আসামিকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম