বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল নারায়ণগঞ্জ মহানগর শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে এনামুল খন্দকার স্বপনকে সভাপতি ও মো. রশিদুর রহমান রশুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নাজমুল কবির নাহিদ, সহ সভাপতি পদে ফিরোজ আহম্মেদ, আক্তার হোসেন সবুজ ও মাহবুব হাসান জুলহাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক পদে মো. আল-আমিন খান এবং দফতর সম্পাদক পদে রয়েছেন শওকত খন্দকার।
আরও পড়ুন: খালেদা জিয়া বলেছেন সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেওয়া যাবে না
এ বিষয়ে মো. রশিদুর রহমান রশু জাগো নিউজকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতে হামলা মামলার শিকার হয়েও যেভাবে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি এবারও সেভাবেই সক্রিয় থাকবো। নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলকে শক্তিশালী করে তুলবো।
এর আগে ২৯ মে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই স্থগিত করা হয়।
মোবাশ্বির শ্রাবণ/জেএস/জেআইএম