লক্ষ্মীপুরের রামগতিতে তিন হাজার ৬০০ ইয়াবাসহ মো. শাহজাহান (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ভোরে উপজেলার চররমিজ ইউনিয়নের চরমেহার এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই এলাকার নুর ইসলামের ছেলে।
আরও পড়ুন: ৬৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
পুলিশ জানায়, শাহজাহান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহজাহান পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে। পরে তার কাছে থাকা তিন হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে তাকে আদালতে তোলা করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
কাজল কায়েস/আরএইচ/এমএস