জাতীয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শারীরিক প্রতিবন্ধী যুবকের

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পরিছন্নতাকর্মী মো. সোহেল জানান, বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্লাটফর্ম এলাকায় কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। নিহত যুবক শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলেও জানান তিনি।

কাজী আল আমিন/এসটি/এমএস