জাতীয়

ব্যাংক স্লিপ জালিয়াতি করে ভবনের নকশা

ব্যাংক স্লিপ জালিয়াতি করে ভবনের নকশা অনুমোদন করিয়ে সরকারি অর্থ হাতিয়ে দেওয়ার ঘটনা অনুসন্ধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের হটলাইন ‘১০৬’ নম্বরে আসা এক অভিযোগের প্রেক্ষিতে বুধবার ১৩ সেপ্টেম্বর দুপুরে অভিযান চালায় দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ (সজেকা-১) এর একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদকের ওই কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

অভিযানে ভবনের নকশা অনুমোদনের কয়েকটি ফাইল দেখেন দুদক টিম। এসব ফাইলে আর্থিক অনিয়ম বের করতে সংশ্লিষ্ট ব্যাংক থেকেও হিসাবের স্টেটম্যান্ট চায় দুদকের আভিযানিক টিম।

দুদক চট্টগ্রাম সজেকা-১ এর উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জাগো নিউজকে বলেন, ভুয়া ব্যাংক স্লিপ দিয়ে ভবনের নকশা অনুমোদনের একটি অভিযোগ পেয়ে আমরা সিডিএতে অভিযান চালিয়েছি। সিডিএতে নকশা অনুমোদনের প্রায় ৫ থেকে ৭ হাজার ফাইল রয়েছে। সবগুলো পর্যালোচনা করা অনেক সময় লাগবে। প্রাথমিক পর্যায়ে আমরা স্যাম্পল অনুসারে নকশা অনুমোদনের কয়েকটি ফাইল এবং এসব ফাইলে সংযুক্ত ডকুমেন্টের স্বপক্ষে ব্যাংক স্টেটম্যান্ট, ভাউচার চেয়েছি।

এ দুদক কর্মকর্তা বলেন, অভিযানে গিয়ে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিছু ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। তবে ব্যাংক স্লিপ জালিয়াতি হয়েছে কিনা সেটা দেখতে ফাইলে যুক্ত ব্যাংক স্লিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের স্টেটম্যান্ট মিলিয়ে দেখতে হবে। আমরা সেই কাজটি করবো। এরপর অভিযানের বিষয়ে আমাদের প্রধান কার্যালয়ে প্রতিবেদন দেব।

ইকবাল হোসেন/এমআরএম/এমএস