নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যুতের তারে পেঁচানো মো. কুদ্দুস (৫১) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে স্ত্রী সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াসহ (৩৮) দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। তবে তাদের নাম প্রকাশ করেননি তিনি।
তিনি বলেন, তদন্ত চলছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করছি। তবে এখনি খোলাসা করে বলা যাচ্ছে না। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রাম থেকে কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। মরদেহ উদ্ধারের সময় জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী সুরমা আক্তারকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মো. কুদ্দুস স্ত্রী সুরমা আক্তারকে নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে বুধবার ভোররাতে শয়নকক্ষে বিদ্যুতের তারে জড়ানো কুদ্দুসের মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে কুদ্দুসের দাম্পত্য বিরোধ চলে আসছিল।
বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যার বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছে পুলিশ।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস