দেশজুড়ে

হবু বর পছন্দ না হওয়ায় ফাঁস নিলো কিশোরী

মেহেরপুরে বর পছন্দ না হওয়ায় ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস নিলেন রুবিনা খাতুন (১৪) নামের এক কিশোরী।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনীর হাড়িয়াদহ গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনাটি ঘটে। রুবিনা খাতুন ওই গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

আরও পড়ুন: মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু

স্থানীয়দের সূত্রে জানা যায়, গাংনীর তেরাইল গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী এক যুবকের সঙ্গে রুবিনার বিয়ে ঠিক হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) তার বিয়ে হওয়ার কথা। কিন্তু বরকে পছন্দ হয়নি রুবিনার। এ কথা পরিবারকে জানানোর পরও তারা তাদের সিদ্ধান্তে অটল থাকে। রুবিনা পরিবারকে মানাতে না পেরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় গাংনী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আসিফ ইকবাল/জেএস/এমএস