মেহেরপুরে ইজিবাইক নিয়ন্ত্রণে হারিয়ে মাসুদ রানা (৪৮) নামের এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নারী ও ইজিবাইকচালকসহ আহত হয়েছে পাঁচজন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের কোলারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানার বাড়ি গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কোর্ট মোড় থেকে ইজিবাইকচালক ছয়জন যাত্রী নিয়ে গাংনীর উদ্দেশ্যে রওয়ানা দেন। ইজিবাইকটি মেহেরপুর-চুয়াডাঙ্গ সড়কের কোলারমোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গুরুতর আহত হন দলিল লেখক মাসুদ রানা ও ইজিবাইকচালকসহ পাঁচ যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান মাসুদ রানা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসিফ ইকবাল/এসআর/জিকেএস