অবশেষে বৃষ্টি থেমেছে। শুরু হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচটি। এরই মধ্যে ৫ ওভার করে কাটা হয়েছে দুই ইনিংসে। অর্থাৎ ৫০ ওভারের বদলে ৪৫ ওভারের ম্যাচ হবে এটি।
দেরিতে শুরু হতে যাওয়া ম্যাচে টসভাগ্য সহায় হয়েছে পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম।
পাকিস্তান একাদশমোহাম্মদ হারিস, ফাখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং জামান খান।
শ্রীলঙ্কা একাদশপাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়াল্লালাগে, মাহিশ থিকসানা, প্রমোধ মধুশান, মাথিসা পাথিরানা।
এমএমআর/জেআইএম