দেশজুড়ে

তিন দাবিতে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকার, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মোজামনগর থেকে মিছিলটি বের হয়ে নওদাপাড়ায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

বগুড়া পৌর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন। এ সময় বগুড়া পৌর শাখা জামায়াতের বিভিন্ন ওয়ার্ড ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। পাশাপাশি সংগঠনটির আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই নেতা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জাগো নিউজকে বলেন, জামায়াতের মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

এসজে/এমএস