পৃথিবীতে চার ধরনের প্রেমিকা পাওয়া কঠিনবল্টু খুবই মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে। বন্ধু সুদীপ তা দেখেই জিজ্ঞাসা করলো—সুদীপ: এই বল্টু, কি ভাবছিস?বল্টু: আমি এতক্ষণ ভেবে একটা ব্যাপার বের করেছি।সুদীপ: কী সেটা?বল্টু: পৃথিবীতে চার ধরনের প্রেমিকা কখনো খুঁজে পাওয়া সম্ভব নয়।সুদীপ: কোন ধরনের?বল্টু: ১. যে মেয়ে তার বয়ফ্রেন্ডকে কখনোই মিসডকল দেয় না!২. যে মেয়ে শপিং করতে পছন্দ করে না!৩. যে মেয়ের মনে কোনো হিংসা নেই!৪. যে মেয়ে উপরের তিনটি ধরন পড়ার পরেও মাথা ঠান্ডা রাখতে পারে!
****
ভুলোমনা চিকিৎসকএক চিকিৎসক খুব ভুলো মনের। বিয়ের দিন মেয়ের বাবা মেয়েকে সেই চিকিৎসক জামাইয়ের হাতে তুলে দিয়ে কাঁদতে লাগলেন।
চিকিৎসক স্ত্রীর নাড়ি টিপে ধরে বললেন, ‘খুব উত্তেজিত মহিলা তো।’ তারপর বললেন, ‘জিভ দেখি।’
****
নেতার ওয়াদামঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিলেন এক নেতা, তিনি বলছেন—নেতা: আমি যদি নির্বাচিত হই, এই গ্রামে ব্রিজ বানিয়ে দেব।
পিছন থেকে একজন বলে উঠলো, স্যার, এই গ্রামে তো কোনো নদী নেই। ব্রিজ করবেন কীভাবে?নেতা আমতা আমতা করে বললেন, ইয়ে মানে… প্রথমে নদী খনন করব। এর পরে নদীরর উপর ব্রিজ বানাব।
কেএসকে/এমএস