আলু-পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এছাড়া স্যালাইনের দাম সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি না নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এসব নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা।
শুক্রবার সারাদেশে এসব পণ্য ও ওষুধের দাম বেশি নেওয়ায় ৯০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলাপর্যায়ে ৪১টি টিম দিয়ে ৫৩টি বাজারে অভিযান চালায়। অভিযানে ৯০ প্রতিষ্ঠানকে দুই লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে ঢাকা মহানগর এলাকায় তিনটি টিম রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট, মিরপুর-১ বাজার, কারওয়ান বাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচা বাজার, যাত্রাবাড়ী ও কুতুবখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এছাড়া অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
এনএইচ/জেডএইচ/এএসএম