দেশজুড়ে

কুমিল্লা থেকে উদ্ধার করা ৪৫ কচ্ছপ গাজীপুরে অবমুক্ত

কুমিল্লা থেকে উদ্ধার হওয়া বিলুপ্ত প্রায় ৪৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার চৌদ্দগ্রাম থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কচ্ছপগুলো উদ্ধার করেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার ও জীব বৈচিত্র্য কর্মকর্তা রুবিয়া ইসলাম কচ্ছপগুলো উদ্যানের খালে অবমুক্ত করেছেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগের বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে চট্টগ্রাম থেকে মংলাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে বাসে থাকা একটি ককসিটের কার্টুনের ভেতর থেকে কচ্ছপগুলো জব্দ করা হয়েছে। কচ্ছপগুলো একটি শিশুর হেফাজত ছিল। এগুলো তার মামার বলে জানিয়েছে ওই শিশু।

আরও পড়ুন: খাবারের জন্য বসতবাড়ি-ফল বাগানে হনুমানের হানা

তিনি আরও বলেন, কচ্ছপগুলো বাগেরহাটের মোল্লার হাটে নেওয়ার কথা ছিল। কচ্ছপ পাচারের খবর পেয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় স্থানীয় পুলিশের সহায়তায় যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। পরে সেগুলো জব্দ করা হয়। কচ্ছপ বহনকারী ‘আন্ডার এজ’ বলে তাকে তার স্বজনদের কাছে নজরদারিতে রাখা হয়েছে। আর কচ্ছপগুলোকে শুক্রবার বিকেলে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হোসেন জানান, জব্দ করা কচ্ছপগুলো চার জাতের। এরা হলো সুন্দি কাছিম, বড় কাইচ্ছা, হলুদ কাইচ্ছা ও ধুম কাসিম। এগুলো বিলুপ্ত প্রায়। নোয়াখালী থেকে বাগেরহাটের মোল্লার হাট নিয়ে যাওয়া হচ্ছিল। কচ্ছপগুলো ভারতে পাচার হচ্ছিল বলে জানা গেছে।

মো. আমিনুল ইসলাম/জেএস/এএসএম