শিশুর জিজ্ঞাসা
মাগো এখন পাই না কেনখালে-বিলে মাছ?উজাড় হয়ে যাচ্ছে কোথায়সবুজ বনের গাছ।
যাচ্ছে কোথায় নদীর পানি?মাঠ শুকিয়ে খরা,বর্ষাকালে বাদলহীনে পুড়ছে কেন ধরা?
বাদল দিনে তপ্ত হাওয়াকোথা থেকে এলো?মাটির বুকের শীতল পরশকোথায় চলে গেল?
মন খারাপের দিনে এখনকেমনে ভালো থাকি?আগের মতো সবুজ করেসোনার এদেশ রাখি।
হারিয়ে যেতে আর দিয়ো না আমার সবুজ দেশ,গাছ লাগিয়ে বাঁচাও ধরাবাঁচাও পরিবেশ।
এসইউ/এমএস