দেশজুড়ে

উখিয়ায় চেকপোস্ট বসিয়ে ২৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়ায় তল্লাশি অভিযানে ২৯ রোহিঙ্গা আটক হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) উখিয়া কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: মৌলভীবাজারে ১৪ রোহিঙ্গা আটক

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে বসবাসরত বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রতিদিন কাঁটাতারের বেড়া পার হয়ে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাড়িযোগে সড়কপথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছিল। এমন খবর পেয়ে উখিয়া থানার পুলিশ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে ২৯ জন রোহিঙ্গাকে আটক করে।

ওসি জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে অনেকে দোকান ও হোটেলে চাকরি এবং বিভিন্ন বাড়িতে মজুরি কাজ করতে ক্যাম্প থেকে বের হয়েছিলেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস