দেশজুড়ে

খৈলবোঝাই ভারতীয় ট্রাকে মাদক, চালক আটক

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানি করা খৈল বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নেশাজাতীয় অ্যামপোল ইনজেকশন উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব মাদক পরিবহনের দায়ে ভারতীয় ট্রাক ও ট্রাকের চালক কৃষ্ণ রায়কে (৩৬) বন্দরের হেফাজতে রাখা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হিলি স্থলবন্দরের ২নম্বর ওজন স্টেশনের সামনে থেকে খৈলবোঝাই ভারতীয় ট্রাক থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। ট্রাকচালক কৃষ্ণ রায় ভারতের হিলি থানার তিরমনি এলাকার সন্তোষ রায়ের ছেলে।

আরও পড়ুন: উখিয়ায় তল্লাশি অভিযানে ২৯ রোহিঙ্গা আটক

হিলি স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা তাপস কুমার দেব রায় বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই ও কাস্টমস যৌথভাবে হিলি স্থলবন্দরের অভ্যন্তরে ওজন স্টেশনের সামনে থাকা খৈল বোঝাই ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকচালকের কেবিন থেকে ২২৩ বোতল ফেনসিডিল, ৯৬ বোতল ফেয়ারডিল, ৩ হাজার ৮০০ পিস নেশাজাতীয় অ্যামপোল ইনজেকশন উদ্ধার করা হয়।

এঘটনায় ট্রাক ও চালককে বন্দরের হেফাজতে রাখা হয়েছে। গাড়ির থেকে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ট্রাক ও চালকের কারপাশ আটকে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে দুপুর নাগাদ এবিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/জেএস/এমএস