শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে আ.লীগ ৮, বিএনপি ১ এবং স্বতন্ত্র ৩ প্রার্থী জয়ী হয়েছেন।১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আজাদ মিয়া ২ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বন্দনা চাম্বুগং পেয়েছেন ২ হাজার ৭৩৯ ভোট। ২নং নন্নী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী ‘চশমা’ প্রতীকের প্রার্থী এ.কে.এম মাহবুবুর রহমান রিটন ৩ হাজার ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন চৌধুরী পেয়েছেন ২ হাজার ৯৯৯ ভোট। ৩নং রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ বকুল ৬ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আতাউর রহমান আতা পেয়েছেন ৩ হাজার ৫২১ ভোট। ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইউনুছ দেওয়ান ৩ হাজার ৬৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নূর ইসলাম পেয়েছেন ৩ হাজার ২২২ ভোট। ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডালিয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আ.লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী খোরশেদ আলম খোকা ৪ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আমান উল্লাহ বাদশা পেয়েছেন ৩ হাজার ১৮০ ভোট।৬নং কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শহীদ উল্লাহ তালুকদার মুকুল ৪ হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ.লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মো. নাজিম উদ্দিন পেয়েছেন ২ হাজার ২৪৬ ভোট। ৭নং নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ২ হাজার ৮৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি বিদ্রোহী চশমা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩৫৬ ভোট। ৮নং রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিজান ৩ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ.লীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী মঞ্জুরুল আলম মামুন ২ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন। ৯নং মরিচপুরাণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শফিক ৫ হাজার ৯৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আইয়ুব আলী পেয়েছেন ৪ হাজার ৩২৪ ভোট। ১০নং যোগানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবি ৩ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ.লীগ বিদ্রোহী ঘোড়া প্রতীকের তাকিজুল ইসলাম তারা পেয়েছেন ২ হাজার ৮৫৩ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সবুর ৪ হাজার ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ.লীগ বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ পেয়েছেন ২ হাজার ৭৫৮ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।১২নং কলসপাড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ১০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম ৩ হাজার ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি বিদ্রোহী আনারস প্রতীকের কামরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। হাকিম বাবুল/এসএস/এমএস