দেশজুড়ে

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাসুদেব সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন ডেঙ্গুরোগী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করেছেন। বাসুদেব সরকার টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার সুমেষ সরকারের ছেলে।

আরও পড়ুন: থামছে না ডেঙ্গু আক্রান্ত-মৃত্যু, স্যালাইনের জন্য হাহাকার

তিনি বলেন, বাসুদেব সরকার ১৬ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ১০টার দিকে তিনি মারা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী রয়েছে ১১৪ জন।

তিনি আরও বলেন, চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত আটজন মারা গেছেন। ভর্তি রোগীর অধিকাংশের অবস্থা স্থিতিশীল।

মঞ্জুরুল ইসলাম/জেএস/জিকেএস