নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে প্রধান বিচারপতির চেম্বারে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর এম সানাউল হকের নেতৃত্বে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার কো-কোঅর্ডিনেটর মো. আব্দুর রহিম, উপ পরিচালক মো. মতিউর রহমান, উপ পরিচালক (প্রশাসন) মো. আতাউর রহমান, উপ পরিচালক মো. শাহজাহান কবীর ও ডিএডি বদরুল আলম।
এর আগে নতুন প্রধান বিচারপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সাবেক চেয়ারম্যান ছিলেন।
গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এফএইচ/এমআইএইচএস/এমএস