দেশজুড়ে

ঈশ্বরদীতে ক্ষতিগ্রস্ত ৬১ কৃষক পেলেন ৪ কোটি ৫৭ লাখ টাকার চেক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) অধিগ্রহণ করা জমির ফসলের ক্ষতিপূরণ বাবদ ৬১ কৃষককে চার কোটি ৫৭ লাখ ৪২ হাজার ১৩০ টাকার চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চেক হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আরও পড়ুন: শায়েস্তাগঞ্জে ১৩০০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

এ সময় পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ, সহকারী কমিশনার টি, এম রাহসিন কবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মীসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা উপস্থিত ছিলেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মানবিক দিক বিবেচনা করে ফসলের ক্ষতিপূরণ প্রদানের লক্ষ্যে অস্থায়ীভাবে ৭৭৫ জন চাষাবাদকারী কৃষকের মাঝে ফসলের ক্ষতিপূরণের জন্য ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেয়া হয়। এর আগে ৪ দফায় ৩৪২ জন কৃষকদের ২১ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকার চেক হস্তান্তর করা হয়।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম