দেশজুড়ে

৭ দিন পর কাজে ফিরছেন বুড়িমারী স্থলবন্দরের শ্রমিকরা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধের সাতদিন পর কাজে ফিরছেন শ্রমিকরা।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সঙ্গে শ্রমিকদের বৈঠকের পর বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বুড়িমারী স্থলবন্দরে প্রায় দুই হাজার শ্রমিক কাজে যোগ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী স্থলবন্দর পরিদর্শন শেষে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে শ্রমিক ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।

১৩ সেপ্টেম্বর বুড়িমারী স্থলবন্দরে শ্রমিক ও সর্দার পক্ষের সংঘর্ষ থেকেই অচলাবস্থা তৈরি হয়ে আমদানি-রপ্তানি সীমিত হয়ে পড়ে। তবে গত সোমবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে এ কার্যক্রম। মূলত লোড-আনলোড শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আটকে পড়েছে শত শত ট্রাক। এতে একদিকে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, অন্যদিকে রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়ছে সরকার।

আরও পড়ুন: ৫ দিন ধরে অচল বুড়িমারী স্থলবন্দর, খালাস হচ্ছে না ভারতীয় পণ্য শ্রমিক অসন্তোষ ও স্থলবন্দরের কার্যক্রমে ব্যাঘাতের ঘটনায় শনিবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সই করা একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

স্থলবন্দর শ্রমিক লীগ বুড়িমারী স্থলবন্দর শাখার সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও সুযোগ-সুবিধা নৌপরিবহন প্রতিমন্ত্রীর ঘোষণা করায় আমরা কাজে ফিরেছি।

বুড়িমারী স্থল বন্দরের কাস্টমসের ডিপুটি কমিশনার আব্দুল আলিম বলেন, নৌপরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বুধবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি স্থলবন্দরের নীতিমালা অনুযায়ী শ্রমিকদের ন্যায্য পাওনা দেওয়া হয়।

রবিউল হাসান/জেএস/এএসএম