দেশজুড়ে

বিজিবি দেখে ট্রাকভর্তি ভারতীয় কম্বল ফেলে পালালো চোরাকারবারি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত এলাকায় এক ট্রাক (২৯ গাইড) ভারতীয় কম্বল উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চারুয়াপাড়া বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

চারুয়াপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার ফজলুল হক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চারুয়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা এক ট্রাক ভারতীয় কম্বল নিয়ে ধোবাউড়ার দিকে ঢুকছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা কম্বল ভর্তি ট্রাকের কাছাকাছি যেতেই চোরাকারবাবিরা ট্রাক ফেলে পালিয়ে যান। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯ গাইড কম্বল জব্দ করে বিজিবি।

চারুয়াপাড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার ফজলুল হক বলেন, ট্রাকে থাকা ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জিকেএস