দেশজুড়ে

কুয়াকাটায় ইলিশের জালে ধরা পড়লো ১০ কেজির পাঙাশ

কুয়াকাটায় সাদ্দাম হোসেন নামে এক জেলের ইলিশের জালে ধরা পড়েছে ৯ কেজি ৯০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ। বুধবার ( ২০ সেপ্টেম্বর) বিকেলে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা মেয়র বাজারের ঘরামি ফিসের আড়তে এনে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়। মুস্তাফিজ নামে এক মৎস্য ব্যবসায়ী ৬৫০ টাকা কেজি ধরে ৬ হাজার ৪৩৫ টাকায় মাছটি কিনে নেন।

মাছের আড়তদার মো. রিয়াজুল ঘরামি বলেন, এই পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পরেছে। এর সঙ্গে ৮ কেজি ৭০০ গ্রাম ওজনের আরও একটি পাঙাশ পাওয়া গেছে। যা ৬৫০ টাকা কেজি ধরে বিক্রি হয়েছে। পরে এই মাছ দুটিকে আমি ঢাকায় পাঠিয়েছি আসা করছি লাভে বিক্রি করতে পারবো।

আরও পড়ুন: নির্মাণ শেষ না হতেই ভেঙে পড়লো সেতুর গার্ডার

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞার পাশাপাশি মাছের প্রজনন বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধিতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। যে কারণে ইলিশের পাশাপাশি এখন পাঙাশসহ সামুদ্রিক অনেক মাছের প্রজনন এবং বড় হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে জেলেদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/এএসএম