খেলাধুলা

মানকাডিংয়ে আউট ইস সোধি, ডেকে আনলেন হাসান-লিটন

এ ধরনের আউট অবৈধ নয়। তবে ক্রিকেট খেলার স্পিরিট বিরোধী। এ কারণে মানকাডিং আউটকে অধিকাংশ মানুষই গ্রহণ করতে পারেন না। ভারতীয় ক্রিকেটারদের নামের পাশে এ ধরনের আউট করার নজির রয়েছে। এবার সে ধরনের মানকাডিং আউট করলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

টিভি আম্পায়ার রিপ্লে দেখে আউট ঘোষণা করার পর নিউজিল্যান্ড বোলার ইশ সোধি প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করেন। এরই মধ্যে আবার হাসান মাহমুদ এবং অধিনায়ক লিটন দাস নিজেরা কথা বলে ইশ সোধিকে ফিরিয়ে আনেন। অর্থ্যাৎ, ব্যাটারকে আউট করলেন না বাংলাদেশের বোলার-ফিল্ডাররা। সে সঙ্গে ক্রিকেট ইতিহাসে তারা স্থাপন করলেন বিরল এক নজির।

৪৬তম ওভারের খেলা চলছিলো তখন। ওভারের তৃতীয় বলটি করার জন্য বোলিং মার্ক থেকে দৌড় শুরু করেন হাসান মাহমুদ। ক্রিজ অতিক্রম করে ডেলিভারি ছোঁড়ার আগেই লক্ষ্য করেন নন-স্ট্রাইকে থাকা ব্যাটার ইশ সোধি ক্রিজ ছেড়ে এগিয়ে গেছেন। বল ডেলিভারি না দিয়ে তড়িৎ গতিতে স্ট্যাম্প ভেঙে দেন হাসান মাহমুদ।

টিভি রিপ্লেতে দেখা গেলো, হাসান মাহমুদ যখন স্ট্যাম্প ভাঙছিলেন, তখন ক্রিজ ছেড়ে একপা বাইরে দিয়ে ফেলেছেন ইস সোধি। নিয়মানুযায়ী টিভি আম্পায়ার রানআউটের ঘোষণা দেন।

কিন্তু টিভি আম্পায়ার যখন রিপ্লে দেখছিলেন, তখনই দেখা যায় মাঠে আম্পায়ারের সঙ্গে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে, হাসান মাহমুদের কাছ থেকে এমন আউট তিনি মোটেও আশা করেননি। হয়তো আম্পায়ারের হয়তো তখন আলাপ করছিলেন, টিভি আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলেও সেটিকে যেন বাতিল করে দেয়া যায়।

টিভি আম্পায়ারের সিদ্ধান্ত স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন সোধি। কিন্তু তাকে ডেকে ফিরিয়ে আনেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এবং বোলার হাসান মাহমুদ। ফিরে এসে বোলার হাসান মাহমুদের সঙ্গে হালকা কোলাকুলিও করে নিলেন সোধি।

সোধি তখন ব্যাট করছিলেন ১৭ রান নিয়ে। যদিও ফিরে আসার পর শেষ পর্যন্ত তিনি বেশ কিছু বাউন্ডারি এবং ছক্কার শট খেলেছিলেন।

আইএইচএস/