খেলাধুলা

দুই গোলে লিড নিয়ে ভুটানের কাছে হেরে বিদায়

দেশের ফুটবলে কোনো ভালো খবর নেই। থিম্পু, ব্যাংকক, মালে, হ্যানয়, হাংজু আর কাঠমান্ডু থেকে শুধু ব্যর্থতার খবরই আসছে। চারদিক থেকে এই ব্যর্থতার সর্বশেষ খবর দিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। শনিবার কাঠমান্ডুতে এ দলটি ভুটানের বিপক্ষে ২-০ গোলের লিড নিয়ে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকেই।

ভারতের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ভুটানকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠার সুযোগ উজ্জ্বল হতো। ৩ ও ৩০ মিনিটে দুই গোল দিয়ে সেই সম্ভাবনা তৈরিও করেছিল বাংলাদেশের যুবারা; কিন্তু ২ গোলে লিড নেওয়া ম্যাচটিতে বাংলাদেশ হেরে যায় ৪-৩ ব্যবধানে। শেষ হয়ে যায় সেমিফাইনালে ওঠার সম্ভাবনা।

একবার না, দুইবার লিড নিয়েছিল বাংলাদেশ। ভুটান ৩২ মিনিট ও প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করে ২-২ এ সমতা আনে। ৫৫ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ; কিন্তু শেষ রক্ষা হয়নি। ভুটানের যুবারা ৬৯ মিনিটে গোল করে আবার সমতায় আসে। ৮৫ মিনিটে চতুর্থ গোল করে বাংলাদেশের ব্যর্থতার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

আরআই/আইএইচএস