কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
Advertisement
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
গ্রেফতার মোহাম্মদ জুনায়েদ (১৯) ক্যাম্প-৮ ওয়েস্টের আই-১৮ ব্লকের আব্দুর রহমানের ছেলে।
১৪ এপিবিএন অধিনায়ক মো. ইকবাল বলেন, গোপন সংবাদের খবরে শনিবার সন্ধ্যায় ওই ক্যাম্পে অভিযান চালানো হয়। অভিযানে জুনায়েদকে গ্রেফতারের পর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান, সাতটি রিভলভারের গুলি, চারটি শটগানের কার্তুজ, ১৩টি ফায়ারকৃত রাইফেলের গুলি, ১৯টি রাইফেলের গুলির খোসা পাওয়া যায়। গ্রেফতার রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Advertisement
সায়ীদ আলমগীর/এসজে