আন্তর্জাতিক

পাকিস্তানে আল-কায়েদার কমান্ডার গ্রেফতার

পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে সন্দেহভাজন এক আল কায়েদা কমান্ডারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার রাতে শহীদ উসমান নামের ওই আল কায়েদা নেতাকে গ্রেফতার করা হয়।করাচি পুলিশ শুক্রবার বলেছে, সম্প্রতি আল কায়েদা দক্ষিণ এশিয়ার যে শাখা ঘোষণা করে তার এক গুরুত্বপূর্ণ কমান্ডার উসমান। বৃহস্পতিবার তার সঙ্গে আরও চারজনকে আটক করা হয়। এ সময় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়।প্রসঙ্গত, আল কায়েদা প্রধান আইমান আল জাওয়াহিরি গত ৪ সেপ্টেম্বর সংগঠনটির দক্ষিণ এশিয়া শাখার ঘোষণা দেন। এর কয়েকদিন পরই নবগঠিত শাখার সদস্যরা পাকিস্তানের নৌবাহিনীর একটি জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে।পাকিস্তান পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের এক সিনিয়র কর্মকর্তা জানান, উসমান আলকায়েদার করাচি প্রধান হিসেবে কাজ করছিল এবং অধিকতর হামলার পরিকল্পনা করছিল। - ডন